রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

নারায়নগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক দুই।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও মো. সেলিম বেপারীকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (১৯ মার্চ) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেট কার, দুইটি মোবাইলফোন ও নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৩ অধিনায়ক জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

তাদের সঙ্গে মাদক ব্যবসায়ের আরও চক্র জড়িত।
চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102