বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সিত্রাং মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছেন। রবিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন। জরুরী সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ সিত্রাং মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় ১০৫২ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে আড়াই লক্ষ মানুষ আশ্রয় নিতে পারবে। সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। জেলার সর্বত্র মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুত রাখা, জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সভা থেকে।
এদিকে ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪, ২৫ ও ২৬ তারিখের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।