রাজধানীর ডেমরায় কথা (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন নার্স বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ মধ্য হাজীনগর এলাকার মমতাজ বেগমের বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করে।
কথা ওই বাড়ির ভাড়াটিয়া ও পটুয়াখালীর সদর থানার কিসমত মৌকরন গ্রামের আব্দুল হামিদ জমাদ্দারের মেয়ে।
এ ঘটনার পর কথার স্বামী সাইদ পলাতক রয়েছেন। গত ৭-৮ মাস আগে দুজনের বিয়ে হয়েছে বলে জানা গেলেও পুলিশ এ সংক্রান্ত কোনো প্রমাণ পায়নি।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, শুক্রবার সকালে কথার ঘরের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের স্ত্রী মমতাজ বেগম জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন মেয়েটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় ৯৯৯-এ কল করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় কথার লাশ উদ্ধার করা হয়েছে। এক বছর আগে বাড়িতে না জানিয়ে সাইদকে কথা বিয়ে করেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো প্রমাণ পাইনি।
এ ঘটনায় কথার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।