মাদারীপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ইজিবাইকচালক ইয়ার হোসেন খান (৩২) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহম্মদ জুয়েল শেখ জানিয়েছেন, বেলা ১২টার দিকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস মস্তফাপুর আসলে বিপরীত দিক থেকে দুইজন যাত্রী নিয়ে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হয়। আহত অবস্থায় আবুল কাসেম (৪৫) নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজন যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহম্মদ জুয়েল শেখ আরও জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।