রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বরিশালে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার আবু আহমেদ আল মামুন, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গণহত্যা দিবসের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তারা। সভার শেষ পর্যায়ে গণহত্যার ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102