হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয় থেকে একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। গরুর পালের সঙ্গে লোকালয়ে চলে এলে একদল রাখাল হরিণ শাবকটিকে আটক করে বন বিভাগকে জানায়।
শনিবার (২৫ মার্চ) বিকেলে হরিণ শাবকটিকে উপজেলার কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়।
কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা মো. জুয়েল রানা জানান, আনুমানিক ১৫ দিন বয়সী হরিণ শাবকটি শনিবার দুপুরে গরুর পালের সঙ্গে বন বিট কার্যালয়ের পাশে চলে এলে রাখালরা রশি দিয়ে বেঁধে রাখে।
তাদের হাত থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশেই শাবকটির মায়ের অবস্থান রয়েছে।
এটি যতক্ষণ তার মায়ের কাছে না যায় ততক্ষণ নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।