ব্যবসা ও চাকুরির প্রলোভন দেখিয়ে নগরীর কয়েকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে, এ্যাডভোকেট পরিচয়ধারী প্রতারক মো. ফয়েজ রহমান বিভিন্ন সময়ে নানান প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে শালিস-বৈঠকে তার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টও সংগ্রহ করলে তিনি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। সম্প্রতি ভূক্তভোগীরা জানতে পারে প্রতারক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে ভূক্তভোগী মো. আনোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিহাব উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। গতকাল বৃহস্পতিবার বরিশালের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক ফয়েজ রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।