বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর পক্ষে নগরে গণসংযোগ করেছেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। এসময় তিনি নৌকার জন্য নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
বৃহষ্পতিবার (০৮ জুন) বিকেল ৫ টায় বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। নগরের সদররোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কেও গনসংযোগ করেন তিনি।
ছাত্রজীবনে মিজানুর রহমান মিজান ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্বও পালন করার পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক পদেও ছিলেন। নিজ এলাকার দরিদ্র সাধারণ মানুষের সাহায্য-সহযোগিতার জন্য ‘আলোকিত মুলাদী’ নামে তার রয়েছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।