শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) সংযোগ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবায় বিঘ্ন হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ সমস্যা শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

তবে বিকল্প হিসেবে কক্সবাজারের সি-মি-উই-৫ দিয়ে বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
সিঙ্গাপুরে ফাইবার কেবল ব্রেক করায় এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। শনিবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যে জানা যাবে এ সমস্যার সমাধান কখন হবে।

দেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিবিএ) সভাপতি ইমদাদুল হক বলেন, গ্রাহকরা আমাদের আইএসপিদের কাছে ফোন করে ইন্টারনেট ধীরগতি সমস্যার কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102