বরিশালে শ্রমিক পিটিয়ে আহত হবার ঘটনায়-পটুয়াখালী বরিশাল মহা সড়ক একঘন্টা অবরোধ/ ছবি টিটু দাস
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক পিটিয়ে আহত হবার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকরা । পরে দোষী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে অবেরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। এই ঘটনায় অন্তত ৬/৭ জন শ্রমিক আহত হলে কতৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সোনারগাও টেক্সটাইলস এ এই ঘটনা ঘটে।
সিরাজ নামে এক বিক্ষুব্ধ শ্রমিক জানান সকালে টেক্সটাইল মিলে যাওয়ার সময় একজন পূর্বে অনুপস্থিত থাকায় তাকে ভিতরে ঢুকতে বাধা দেয়, গেটের নিরাপত্তা কর্মীরা। পরে অন্যান্য শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদ করলে , মিলের ভিতরে মালিকদের নিজস্ব লোকজন হামলা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ দেখালে ও রাস্তা অবরোধ করলে কতৃপক্থ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়।
হামলায় আহত শ্রমিক খুকু মনি জানান, হাফিজ ও মনিরের নেতৃত্বে অন্তত দশ শ্রমিক তাদের উপরে লাঠি সোটা দিয়ে হামলা চালালে ৬/৭ জন আহত হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে একাত্নতা প্রকাশ করে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট। পরে বাসদ এর সম্পাদক মণীষা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচার দাবী করেন।
সোনারগাও টেক্সটাইলস এর উপ মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম জানান , সকালে একজন শ্রমিকের পূর্বের অনুপস্থিতি নিয়ে সমস্যা তৈরী হয়েছিল। পরে আমি শুনেছি কে বা করা তাদের উপর হামলা করেছে। এই ঘটনায় বিক্ষব্ধদের দাবীর পেক্ষিতে ৬ জন কে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বরিশাল কোতয়ালী থানার ও সি আজিমুল করিম জানান, শ্রমিকদের বুছিয়ে শুনিয়ে রাস্তা থেকে তুলে দেয়া হয়েছে। এখন গাড়ী চলাচল স্বাভাবিক আছে।