বরিশালে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, প্রস্তাবিত সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি হারুন শরীফ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি জাকির হোসেন, এডভোকেট আবু আল রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, বৃহস্পতিবার সকালে শ্রমিক হাসান এবং মুরাদসহ শ্রমিকদের উপর মালিকপক্ষের দালাল শাহীন শেখ, মনির মোল্লা, মো. জাকির হোসেন, মো. গনি, মনির, হাফিজ, বজলুসহ ১০-১২ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ৭ জন নারীসহ ১৫ জন শ্রমিক আহত হয় যাদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এর প্রতিবাদে শ্রমিকরা এক ঘন্টা সোনারগাঁও টেক্সটাইলের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে মালিক সন্ত্রাসীদের কারখানা থেকে বের করে বহিষ্কার করার আশ্বাস দেন এবং শ্রমিকদের উপর ছাঁটাই-নির্যাতন বন্ধ করার আশ্বাস দিলে প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
তাঁরা আরো বলেন, সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকরা সাম্প্রতিক সময়ে বেতনস্কেল ও ৮ ঘন্টা কর্মঘণ্টার দাবিদাওয়া পেশ করার জন্য ইউনিয়ন গঠন করার আবেদন করেছে। এরপর থেকে মালিক শ্রমিকদের উপর হয়রানি-নির্যাতন করে আসছে। বক্তারা অধিকারের দাবিতে সংগঠিত হওয়ায় শ্রমিকদের উপর মালিকের এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের কারখানা থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।