রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বিএনপির লিফলেট বিতরনের সময়, দুইগ্রুপের উত্তেজনায় পুলিশের লাঠিচার্জ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বাকেরগঞ্জে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশ লাঠিচার্জের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি অন্তত ৯-১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার কলসকাঠী বাজারে সকাল ১১ টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আবুল হোসেন খান জানান, আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাবেক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে কলসকাঠী বাজারের দ্বিতীয় গলিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা শুরু হলে, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নেতৃত্বে পুলিশ পথসভায় লাঠিচার্জ করে। এতে তাদের ৯-১০ জন নেতা-কর্মী আহত হয়।
আহতরা হলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদার, যুবদল নেতা সজল তালুকদার, ছাত্রদলের নেতা সাইফুল মোল্লা রেজাউল লিখন প্রমুখ।

হারুন-অর-রশিদ খান জানান, কলসকাঠিতে লিফলেট বিতরনের সময় নিজেদের কর্মীদের দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি নিয়ে হাতাহাতি শুরু হয়। এতে আশেপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে,এতে পুলিশ আকর্ষিক লাঠিচার্জ করে।

পুলিশের লাঠিচার্জের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন জানান, কলসকাঠীতে হিন্দু ধর্মালম্বীদের জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল, লাইটিং করা হয়েছে তাই বিএনপির দুই গ্রুপের লোকজন ধাক্কাধাক্কি শুরে দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে যায় , বিএনপির দুইটি গ্রুপ একই স্থানে সভা করতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা জানান, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকাল ১১টায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। এসময় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশের লাঠিচার্জে ৯-১০ জন নেতা-কর্মী গুরুতর জখম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102