বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারে গিয়ে নিম্নচাপের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভাসতে ভাসতে ভারতে ঢুকে পড়া ৪৬ জেলে বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরেছেন। মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৩টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।
ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে বরগুনা, পাথরঘাটা, তালতলী, মহিপুর, বাগেরহাট, পিরোজপুর, কলাপাড়া, ভোলাসহ উপকূলের বিভিন্ন এলাকার মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এ সময় অনেক জেলে ভাসতে ভাসতে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমা অতিক্রম করে ওই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী কোস্টগার্ডের হাতে আটক হয় এবং অনেকে ওই ওই দেশের জেলেদের কাছে আশ্রয় নেন।
আশ্রয় নেওয়া জেলেদের দীর্ঘদিন ভারতে থাকতে হয়েছে। আশ্রয় নেওয়া জেলেদের মধ্যে পটুয়াখালী জেলার ইউনুছ মিয়া নামের একজন জেলের মৃত্যু হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১৯ আগস্ট হঠাৎ নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের ট্রলার ডুবে যায়। এ সময় বাংলাদেশের অনেক জেলে প্রবল স্রোতে ভাসতে ভাসতে অনেক জেলে জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমার মধ্যে প্রবেশ করে।
তিনি বলেন, জেলেদের ফিরিয়ে আনতে আমি একাধিকবার ভারতে গিয়েছি। তারা মঙ্গলবার দুপুর নাগাদ বেনাপোল চেকপোস্ট থেকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করেন।