মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার তিন সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল ৯টার দিকে ইসমানীর চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সোহেল রানা (৩৬), সাইফুল সর্দার (৪৫) ও ফারুক (৩২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী হোসেন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মোল্লা ও হামলায় আহতদের অভিযোগ, ইসমানীর চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক নিঠুর সমর্থকরা শটগানের গুলি ছুড়লে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার তিন সমর্থক গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক কান্তা রানী দাস বলেন, আহতাবস্থায় তিনজন আমাদের হাসপাতালে এসেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।