রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

শাবী শিক্ষার্থীকে মারধর,রেস্তোরায় তালা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকসংলগ্ন সবুজ বাংলা রেস্তোরাঁর কর্মচারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই রেস্তোরাঁয় তালা ঝুলিয়ে দেয়।ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের নুর মোহাম্মদ শৈশব বলে জানা যায়।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে রেস্তোরাঁ বন্ধ করে ভাঙচুর করার চেষ্টা করে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় শৈশব নামে ওই শিক্ষার্থীকে মারধর করে এক ওয়েটার।

এসময় শিক্ষার্থীরা রেস্টুরেন্টে প্রবেশের দরজা বন্ধ করে এর কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে এবং রেস্টুরেন্টের বাইরে স্লোগান দিতে থাকে। এসময় অনেক শিক্ষার্থী রেস্তোরাঁর তালা ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা করে।

বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন। এ বিষয়ে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তাছাড়া পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে এসেছে। পুলিশ তালা দিয়েছে রেস্টুরেন্টের গেইটে। রেস্টুরেন্টের মালিকপক্ষ, ম্যানেজার ও মারধরকারী হোটেলবয়সহ আমরা প্রক্টর অফিসে বসবো।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আপাতত রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের মালিকপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা আমরা নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102