শিক্ষামন্ত্রী কর্তৃক ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তরের মন্তব্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২১ আগস্ট) বেলা ১২ টায় বরিশাল নগরের চৌমাথা এলাকা থেকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরের সিঅ্যান্ডবি ১ নম্বর পুল এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি কর্তৃক ৪ বছর থেকে ৩ বছরে ডিপ্লোমা কোর্স রুপান্তরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারনে ব্যস্ততম মহাসড়কটির দুই প্রান্তে যানবাহনের ব্যপক জট দেখা দিলে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আধঘন্টা পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে দাড়ান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের পুলিশ লাইন রোডস্থ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে আঞ্চলিক পরিচালকের সাথে সাক্ষাত শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে বলে জানান শিক্ষার্থী রেজাউল করিম। কর্মসূচিতে জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, রেজাউল ও রিয়াদসহ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, শিক্ষার্থীরা তাদের দাবী বাস্তবায়নের জন্য সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ে যানসজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেন।