বরিশালে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের আয়োজনে অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। সদর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্কুল শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রম এর কথা জানান। অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, এ অনুষ্ঠানটি বিগত ৭ বছর ধরে পরিবার পরিকল্পান অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজ করে আসছে।